কুড়িগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মজিদা আদর্শ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মজিদা কলেজ চত্বরে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়।
বিশেষ অতিথি ছিলেন- কলেজের গভর্নিং বডির সভাপতি হাসিবুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য মাইটিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আশরাফুল হক রুবেল।
কলেজ অধ্যক্ষ মো. আবেদ আলীর সভাপতিত্বে প্রথম পর্বে আলোচনা সভায় অতিথিরা বক্তব্য রাখেন।
এ সময় নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপ-কমিটির আহ্বায়ক সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম, সমাজসেবক সামিউর রহমান হীরা, ছাত্রদল যুগ্ম সম্পাদক সোহেল রানা, মজিদা কলেজ ছাত্রদল সদস্য সচিব নাঈম ইসলাম সহ শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
ইএইচ