ফেনী রিপোর্টার্স ইউনিটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফেনী প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৫:৫০ পিএম
ফেনী রিপোর্টার্স ইউনিটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফেনী রিপোর্টার্স ইউনিটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার শহরের রাজাঝির দিঘীর পশ্চিম পাড়স্থ ইউনিটি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, পুলিশের সুপার মো. হাবিবুর রহমান।

ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য ও অনুষ্ঠানের আহ্বায়ক দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।

ইউনিটির সাধারণ সম্পাদক এমএ জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, জেলা জামায়েতের আমির মুফতি আবদুল হান্নান, প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, এবি পার্টির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার শাহআলম বাদল, ফেনী প্রেসক্লাবে সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান  প্রমুখ।

এসময় অন্যান্যের মাঝে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফেনী সমিতি ঢাকার সিনিয়র সহ-সভাপতি মেজবাহ উদ্দিন সাঈদ।

ইএইচ