সিলেটে রয়েল এনফিল্ডসহ কোটি টাকার পণ্য জব্দ

সিলেট ব্যুরো প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৭:১৮ পিএম
সিলেটে রয়েল এনফিল্ডসহ কোটি টাকার পণ্য জব্দ

সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিজিবির পৃথক অভিযানে ভারতীয় রয়েল এনফিল্ড মোটরসাইকেল ও মাদকদ্রব্যসহ প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী, পিএসসি।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত বুধবার ও বৃহস্পতিবার সকাল পর্যন্ত (৪ ও ৫ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার জৈন্তাপুর, সুরাইঘাট, লালাখাল, লোভাছড়া এবং সোনাপুর বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১২০০০ কেজি ভারতীয় চিনির গুড়া চাল, ৩৫৮০ কেজি ভারতীয় চিনি, ১০০ কেজি ভারতীয় নিম্নমানের তাল মিছরি, ১টি ভারতীয় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭২টি কাতান শাড়ি, ৯টি কম্বল এবং চোরাচালানকে ব্যবহৃত ১টি বড় টাটা ট্রাক জব্দ করে।

জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ২৯ হাজার টাকা।

ইএইচ