খুবিতে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

খুবি প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৮:১০ পিএম
খুবিতে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

‘মাটির পরিচর্যা: পরিমাপ, পরীক্ষণ, পরিচালন’এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ে র‌্যালি ও সেমিনার প্রোগ্রামের মধ্যদিয়ে বিশ্ব মৃত্তিকা দিবস-২০২৪ পালিত হয়েছে।

প্রতি বছর ৫ ডিসেম্বর পালন করা হয় বিশ্ব মৃত্তিকা দিবস।

এ বছর এই বিশেষ দিনটি পালিত হচ্ছে বৃহস্পতিবার।

বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র‌্যালি এবং এরপর আচার্য জগদীশচন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সেমিনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রধান প্রফেসর মো. সানাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. সাদিকুল আমিন।

এছাড়াও অধ্যাপক আফরোজা বেগম, অধ্যাপক মো. জাবের হোসাইন এবং সহকারী অধ্যাপক ড. মো. তারেক বিন সালামসহ পেডনের সভাপতি মো. সোহানুর রহমান বক্তব্য রাখেন।

ইএইচ