খাগড়াছড়িতে পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৮:৪৮ পিএম
খাগড়াছড়িতে পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশের চট্টগ্রামের ডিআইজি মো. আহসান হাবিব পলাশের আগমন উপলক্ষ্যে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খাগড়াছড়ি  জেলা পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মাহমুদা বেগমের সঞ্চালনায় খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মো. আরেফিন জুয়েলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবিব পলাশ।

বিশেষ কল্যাণ সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা ডিআইজির কাছে নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন।

ডিআইজি অত্যন্ত মনোযোগ সহকারে বিভিন্ন থানা-ফাঁড়ি থেকে আগত পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন। এ সময় ডিআইজি সমস্যা সমূহ দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য প্রতিশ্রুতি প্রদান করেন।

বিশেষ কল্যাণ সভায় ডিআইজি জেলার সকল পর্যায়ের পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং সকল পুলিশ সদস্যকে জনমুখী পুলিশিং করার নির্দেশ প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি পার্বত্য জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ খাগড়াছড়ি জেলার সকল থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্রের ইনচার্জ, ডিআইও-১, ওসি ডিবিসহ সকল ইউনিটের পুলিশ সদস্যরা।

বিশেষ কল্যাণ সভা শেষে ডিআইজি খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিলশেড সংলগ্ন বাগানে আমের চারা রোপণ করেন এবং সকলকে বৃক্ষরোপণে উৎসাহিত করেন।

ইএইচ