নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের চাকায় পৃষ্ট হয়ে নিতাই বর্মণ (২৫) নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিতাই বর্মণ সোনারগাঁ উপজেলার সাতভাইয়া পাড়ার উমেশ বর্মণের ছেলে।
নিহতের ভাই অপু বর্মণ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মোগড়াপাড়া চৌরাস্তা থেকে অটোরিকশা নিয়ে বৈদ্দেরবাজার যাওয়ার পথে একটি কোম্পানির মালবাহী কাভার্ডভ্যান দ্রুত গতিতে এসে অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় অটোচালক নিমাই বর্মণ কাভার্ডভ্যানের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আ. বারী জানান, সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিমাই নিহতের ঘটনায় অভিযুক্ত কভারভ্যান চালক জামাল হোসেনকে গাড়িসহ আটক করা হয়েছে।
ইএইচ