কালীগঞ্জে নসিমনের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৪, ০৭:১৩ পিএম
কালীগঞ্জে নসিমনের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

লালমনিরহাটের কালীগঞ্জে নসিমনের চাকায় পিষ্ট হয়ে তিথি রানী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক ঢাকাইয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিথি রানী ওই এলাকার বিষ্ণু রায়ের মেয়ে।

স্থানীয়রা জানায়, উপজেলার ঢাকাইয়াটারী এলাকায় শিশুটির বাবা, স্ত্রী সন্তান নিয়ে নিজে অটোবাইক চালিয়ে বাড়ির পার্শ্ব রাস্তা থেকে লালমনিরহাট-চাপারহাট আঞ্চলিক মহাসড়কে প্রবেশের সময় চাপারহাটগামী একটি নসিমন তাদের ইজিবাইকে ধাক্কা দেয় এতে শিশু তিথি রানী ছিটকে পড়ে গিয়ে নসিমনের চাকায়পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় তার বাবা-মা সামান্য আঘাত প্রাপ্ত হয়েছেন।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইএইচ