আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ

কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৪, ০৭:৩৯ পিএম
আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ

ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়া মসজিদ সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

শহরের প্রধান সড়ক প্রদক্ষিণকালে আরও বেশকিছু খণ্ড খণ্ড মিছিল এতে যুক্ত হয়।

পরে মিছিলটি শহরের পুরাতন শহীদ মিনারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এসএম সুজা উদ্দিন ফিদেল কাস্ত্রোর বিখ্যাত উক্তি ‘জন্মভূমি অথবা মৃত্যু’ এর উদ্বৃতি দিয়ে বলেন, আমরা এর জন্যই প্রস্তুত। ভারতের সাথে যতো অন্যায্য চুক্তি ও লেনদেন হয়েছে সব প্রকাশ করতে হবে।

ইএইচ