খোকসায় জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মেলন

খোকসা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৪, ০৮:৩৯ পিএম
খোকসায় জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মেলন

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল খোকসা উপজেলা ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শ্রমিক দলের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আজাদ হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আরিফুল ইসলাম ঝন্টু।

শুক্রবার বিকাল ৪টার দিকে খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত অনুষ্ঠানের কুষ্টিয়া জেলা শ্রমিক দলের সভাপতি খ ম মোখলেসুর রহমান ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান রঞ্জু উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য ও খোকসা থানা মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মো. আলাউদ্দিন খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ জেড জি রশিদ রেজা বাজু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক দলের নেতা মো. জাহাঙ্গীর আলম, যুবদলের আহ্বায়ক আবু হেনা মোস্তফা, যুবদলের সদস্য সচিব প্রভাষক মো. বাহারুল আলম, যুগ্ম আহ্বায়ক রাজিব আহমেদ, মো. ইকবাল হোসেন, শোভন খান, যুবদল নেতা সম্রাটসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ