লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০৪:৩৪ পিএম
লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে অপহৃত ওই ব্যবসায়ীকেও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের ঝুমুর সিনেমা হল এলাকা থেকে অপহরণের শিকার হন ব্যবসায়ী শাহ আলম। পরে রাতে তাকে উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে নিজে বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় এ নিয়ে মামলা করেন তিনি।

পুলিশ জানায়, ঝুমুর সিনেমা হল এলাকা থেকে ফল কিনে আত্মীয়ের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নেন ব্যবসায়ী শাহ আলম। এ সময় অপহরণকারী চক্রের সদস্য কাউছার হোসেন ও রবিউল ইসলাম সানিসহ চারজন তার মুখ চেপে ধরে তাকে একটি অটোরিকশায় তুলে নেন।

অপহরণের পর শাহ আলমের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা হাতিয়ে নেন অপহরণকারী দলের সদস্যরা। 
এ ছাড়া বিকাশ ও নগদের পিন কোড নিয়ে ওই ব্যবসায়ীর টাকাও উত্তোলন করে নেয় চক্রটি। একপর্যায়ে রাতে সদর উপজেলার মজুচৌধুরীহাট এলাকায় নিয়ে শাহ আলমকে মারধর করে পরিবারের কাছে মোবাইল ফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।  এ সময় ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে তাদের দুজনকে আটক করে। বাকি দুজন পালিয়ে যায়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুজনসহ ব্যবসায়ীকে উদ্ধার করে।

পুলিশ জানায়, শনিবার দুপুরে অপহরণের শিকার ব্যবসায়ী শাহ আলম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে সদর উপজেলার বাসিন্দা জাবেদ হোসেনের ছেলে কাউছার হোসেন ও ইছমাইল হোসেনের ছেলে রবিউল ইসলাম সানিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজি ও অপহরণের ঘটনায় চারজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এই মামলায় আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ইএইচ