সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়, মাদক, বাল্যবিবাহ, মানবপাচার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে কুড়িগ্রামে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের ভূমিকা শীর্ষক জেলা ইমাম সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার দুপুরে সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে কুড়িগ্রাম জেলা ইসলমিক ফাউন্ডেশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রাম উপপরিচালক আব্দুর রাজ্জাক রনির সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির পরিচালক রেজ্জাকুল হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সম্মেলনে জেলার ১২০ জন ইমাম অংশ নেন।
ইএইচ