পীরগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন সুধীজনেরা।
চোখে পড়েনি উপজেলা প্রশাসনের তৎপরতা। বিগত বছরগুলোতে সরকারি ও বেসরকারিভাবে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দিবসটি পালিত হলেও এবারে ঘটেছে তার ব্যতিক্রম।
হানাদার মুক্ত দিবস পালন করতে আসা একাধিক ব্যক্তি প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পীরগঞ্জ হানাদার মুক্ত দিবস পালন না করে তিনি স্বাধীনতা বিরোধীদের খুশি করেছেন।
দিবসটি উপলক্ষ্যে বিকালে পীরগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পীরগঞ্জ উপজেলা ও পৌর শাখার পক্ষে পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল আজাদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপজেলার সাধারণ অ্যাডভোকেট আবু সুফিয়ান হিরু, সচেতন নাগরিক সমাজ পক্ষে প্রভাষক আশরাফুজ্জামান পলাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা লেলিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, সাংবাদিক আব্দুল্লাহীল বাকী বাবলু, জাগোবাহে ২৪ ডটকমের চেয়ারম্যান সাংবাদিক আকতারুজ্জামান রানা, সাংবাদিক আব্দুল করিম সরকার, মিফতাহুল ইসলাম প্রমুখ।
ইএইচ