সাতক্ষীরার দেবহাটায় অগ্রহায়ণের শেষ সময়ে শীত কিছুটা বাড়ায় ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে জমে উঠেছে শীতের পোশাক বিক্রি।
শীতবস্ত্র কিনতে স্বল্প আয়ের মানুষেরা ভিড় করছেন বিভিন্ন ফুটপাতে। মূলত বিকাল হতেই এসব ফুটপাতে ভিড় করেন ক্রেতারা। এ ছাড়াও জেলা শহরের বিভিন্ন এলাকার ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে সুলভ মূল্যে বাহারি শীতের পোশাক পাওয়া যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পারুলিয়া বাজার, পারুলিয়া পশুহাট বাজার, বহেরা বাজার, কুলিয়া বাজার, সখিপুর মোড়, ঈদগাহ বাজার, গাজীরহাট বাজার, দেবহাটা বাজার, টাউনশ্রীপুর বাজারসহ বিভিন্ন বাজার ও রাস্তার ফুটপাতে টেবিল অথবা ভ্যান গাড়িতে অস্থায়ী এসব দোকানে বয়স্কদের সোয়েটার, কোট, মাফলারসহ ছোটদের বিভিন্ন সাইজের শীতের পোশাক বিক্রি হচ্ছে।
হকাররা অনেকে হাঁকডাক করে এসব কাপড় বিক্রি করছেন। মেয়েদের সোয়েটার মানভেদে ২০০ থেকে ৪০০ টাকা, ছেলেদের জ্যাকেট ৩০০ থেকে ৫০০ টাকা, ছোটদের বিভিন্ন পোশাক ৫০ থেকে ৪০০ টাকা, মাফলার ৪০ থেকে ১৫০ টাকা এবং গরম টুপি ৫০ থেকে ১০০ টাকায় পাওয়া যাচ্ছে।
ফুটপাতের ভাসমান দোকানিরা জানান, শীতের শুরুতেই আমরা শীতকালীন পোশাক বিক্রি শুরু করেছি। গত কয়েক দিন শীতের প্রকোপ কিছুটা বৃদ্ধি পাওয়ায় আগের চেয়ে এখন ক্রেতার ভিড় বেড়েছে। ফুটপাতে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে শিশুদের শীতের পোশাক। এছাড়া জ্যাকেট, সোয়েটার ও বিভিন্ন ধরনের গেঞ্জি কিনছেন ক্রেতারা।
ফুটপাতে শীতের পোশাক কিনতে আসা সফিকুল ইসলাম বলেন, সন্ধ্যার পর থেকে ভোরে শীতের প্রকোপ বাড়ছে। তাই বাচ্চাদের জন্য শীতের পোশাক কিনছি। তবে মান অনুযায়ী দাম কিছুটা বেশি।
ইএইচ