ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকচাপায় ইমন খালাসী ও রমজান খান তৌকির নামে দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় আবুল কাশেম নামে আরেক বন্ধু আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যার দিকে ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডের তারাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থলে একজন ও চিকিৎসাধীন অবস্থায় আরেক জনের মৃত্যু হয়েছে।
নিহত দুই বন্ধু হলেন, ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের রায়পাড়া সদরদী গ্রামের ঝন্টু খালাসির ছেলে ইমন খালাসী (২২) ও তার বন্ধু একই গ্রামের কামরুল খানের ছেলে রমজান খান তোকির (২০)।
এর সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় রায়পাড়া এলাকার মেম্বার জালাল উদ্দিন।
এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) গৌরভ দাস জানান, বালুভর্তি একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলে ইমন নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় তাদের আরও ২ বন্ধু আহত হন। রাতে চিকিৎসাধীন অবস্থায় আহত আরেক বন্ধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় শিবচর থানায় একটি মামলা হয়েছে।
ইএইচ