বাঞ্ছারামপুরে সাবেক চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি: নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ০৩:১৪ পিএম
বাঞ্ছারামপুরে সাবেক চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি: নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহ জাহানের (৬৫) বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ডাকাত চক্রের সদস্যরা উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে শাহজাহান চেয়ারম্যানের বাড়িতে জানালার গ্রিল কেটে আসবাবপত্র ভাঙচুর ও ডাকাতি করে।

এ ঘটনায় শাহজাহান চেয়ারম্যান বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শাজাহান চেয়ারম্যান ব্যক্তিগত কাজে ওইদিন সকালে নবীনগর উপজেলায় যান এবং তার স্ত্রী সন্তান ও ছেলের বউ মধ্যনগর বেড়াতে গিয়েছিলেন।

পরে বাড়ি এসে দেখেন ডাকাতরা জানালার গ্রিল কেটে আসবাবপত্র ভাঙচুর করে নগদ ১৫ লাখ টাকা ৬ ভরি স্বর্ণালংকার ও পাঁচটি পাসপোর্ট লুট করে নিয়ে যায়।  

এ বিষয়ে শাহজাহান চেয়ারম্যান বলেন, পূর্বশত্রুতার জের ধরে ডাকাতির ঘটনা ঘটেছে আমার বাড়িতে। এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় আমি একটি অভিযোগপত্র দায়ের করেছি। আমি আশাবাদী দ্রুত বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ ডাকাত চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।  

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ মোরশেদুল আলম চৌধুরী বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ