‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে নাগরপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রামেন্দ্র সুন্দর বোসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদুন নাহার ভূঁইয়ার সঞ্চালনায় দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও মানববন্ধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আ. মমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মহসিন রেজা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থার গণমাধ্যম কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রী প্রমুখ।
ইএইচ