হবিগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কালেক্টর ভবনের সামনে এসডিএম ফাউন্ডেশনের আয়োজনে অ্যাকশন এইড বাংলাদেশ ও খানির সহযোগিতায় মানবাধিকার দিবসে বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
এসডিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান সুব্রত দাস বৈষ্ণবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সদর উপজেলা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল ও বাংলাভিশনের হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাহিজ, জিটিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ নুরুদ্দিন, যমুনা টিভি সালেক আহমেদ, দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্ট পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি মীর মো. আব্দুল কাদির, দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি শাহ মো. মামুনুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, রাকিব আহমেদ, নারী নেত্রী আলেয়া আক্তার।
র্যালিটি শহরের বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে নিমতলায় সমাপ্তি ঘটে।
ইএইচ