নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার ভূমি মনজুরুল মোর্শেদ,সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম এ বারী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, সকল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাংবাদিক বৃন্দ সহ সকল দপ্তরের কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান বলেন, সোনারগাঁয়ে কোন ধরনের বাল্যবিবাহ, ইভটিজিং করতে দেয়া হবে না। যেকোনো ধরনের বিশৃঙ্খলাকারী সহ মাদক ব্যবসায়ী সন্ত্রাসী ও চাঁদাবাজদের সামান্যতম ছাড় দেয়া হবে না যেকোনো মূল্যে তাদের প্রতিহত করা হবে।
বিআরইউ