রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে সদ্য যোগদানকৃত ৪৬ জন নবীন শিক্ষককে বরণ ও ২৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
গোয়ালন্দ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সভাপতিত্বে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাসরিন আক্তার ইতির উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ইউ আরসি ইনস্ট্রাক্টর মো. নজরুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান খান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক বাবর আলী, প্রধান শিক্ষক সুশীল কুমার দাস, প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক নাসির উদ্দিন, প্রধান শিক্ষক মো. শাজাহান শেখ, বক্তব্য রাখেন চরবালিয়াকান্দী সরকারি প্রাথমিক শিক্ষক আব্বাস আলী মোল্লা শাজাহান বিশ্বাস প্রমুখ।
ইএইচ