বাগাতিপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০৯:২৩ পিএম
বাগাতিপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় বাড়ির পাশের পুকুরে ডুবে শাফি (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বিকালে উপজেলার পাঁকা ইউনিয়নের স্বরাপপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু শাফি ওই এলাকার পিন্টু আলীর ছেলে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু রুজু করা হয়েছে।

ইএইচ