মিরপুরের তালবাড়িয়ায় মাদক বিক্রির সময় ১৯৭ বোতল ফেনসিডিলসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার চারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৯৭ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে মিরপুর থানা পুলিশ।
আটককৃত আসামি চারুলিয়া এলাকার হাসান মালিথার স্ত্রী মোসা. রবিনা খাতুন (৪০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, আসামির বাড়িতে মাদক বিক্রয় চলছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে নিষিদ্ধ মাদকসহ নারী আসামিকে হাতেনাতে আটক করি। এ সময় ওই নারীর স্বামী পালিয়ে যেতে সক্ষম হয়।
ইএইচ