৫৫০ টাকায় গরুর মাংস বিক্রয়ের শুভ উদ্বোধন করলেন মান্দার ইউএনও

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৫:৩৩ পিএম
৫৫০ টাকায় গরুর মাংস বিক্রয়ের শুভ উদ্বোধন করলেন মান্দার ইউএনও

নওগাঁর মান্দায় নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়াল এর দিক নির্দেশনায় ও মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে ও মান্দা উপজেলা প্রাণিসম্পদ অফিসারের সহযোগিতায় ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ) বেলা ১২ টায় উপজেলার প্রসাদ পুর বাজার টিএন্ডটি অফিসের পাশে ন্যায্যমূল্যে গরুর মাংসের শুভ উদ্বোধন করেন, মো. শাহ আলম মিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মান্দা নওগাঁ।

বিশেষ অতিথি ছিলেন, ডা. মো. নুরুজ্জামান উপজেলা প্রাণিসম্পদ অফিসার মান্দা, নওগাঁ।

উদ্বোধনকালে ইউএনও বলেন, বাজারে মাংস ব্যবসায়ীরা অধিক মুনাফা অর্জন করতে ৬৫০/৭০০ টাকা কেজি দরে মাংস বিক্রয় করে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, সেই জন্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার স্বার্থে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ। ৫৫০ টাকা কেজি দরে মাংস বিক্রয় করে ব্যবসায়ীদের জানান দিতে যে, কম মূল্যে গরুর মাংস বিক্রয় করা যায়।

আগামীতে আরো চাহিদা অনুযায়ী আরো বেশি করে মাংস বিক্রয়ের পরিকল্পনা রয়েছে।

বিআরইউ