বরগুনায় সাবেক উপজেলা আ.লীগ নেতা আব্বাস গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৬:৩১ পিএম
বরগুনায় সাবেক উপজেলা আ.লীগ নেতা আব্বাস গ্রেপ্তার

বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের রোডপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেফতার করা হয়। তবে কোনো মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানায়নি পুলিশ।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের পর মামলা বা অভিযোগের বিষয় জানানো হবে।

বিআরইউ