ফেনীতে স্কুলছাত্র হত্যার ঘটনায় ৩ অপহরণকারী গ্রেপ্তার

ফেনী জেলা প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৬:৩৮ পিএম
ফেনীতে স্কুলছাত্র হত্যার ঘটনায় ৩ অপহরণকারী গ্রেপ্তার

ফেনীতে ১২ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে আহনাফ আল মাঈন ওরফে নাশিত (১০) নামে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রকে হত্যা করা হয়েছে।

জেলার ফুলগাজী উপজেলার জয়পুর গ্রামের মাঈনউদ্দিনের ছেলে। এঘটনায় জড়িত ৩ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে নিজ কার্যালয়ের হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান  এ তথ্য জানান।

এসময় তিনি আরও বলেন,পরিবারের সঙ্গে ফেনী শহরের আতিকুল আলম সড়ক সংলগ্ন একটি ভাড়া বাসায় থাকতেন নাশিত।গত রোববার (০৮ ডিসেম্বর) স্থানীয় একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়ে শেষে বাসায় ফেরার পথে তাকে কৌশলে সেখান থেকে সালাউদ্দিন মোড় সংলগ্ন রেললাইনে নিয়ে যায় অপসরণকারীরা।

এদিকে ছেলেকে খুঁজে না পেয়ে এ ব্যাপারে ফেনী মডেল থানা সাধারণ ডায়েরি করেন নাশিতে পিতা।

অন্যদিকে জুসের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে পান করানোর পর সে অচেতন হয়ে পড়লে ছবি ও ভিডিও ধারণ করে ওইদিন রাতে হোয়াটসঅ্যাপে তার পিতাকে পাঠিয়ে ১২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

এর প্রেক্ষিতে বুধবার (১১ ডিসেম্বর) তিনি থানায় হাজির হয়ে এব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার নং-১২।

এরপর পুলিশের একটি ফোর্স তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জড়িত সন্দিগ্ধে জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের নিজপানুয়া গ্রামের ইকবাল হোসেনের ছেলে আশরাফ হোসেন তুষার (২০),শহরের বারাহীপুর এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো.মোবারক হোসেন ওয়াসিম (২০) এবং ওমর ফারুক রিফাত (২০) স্থানীয় বিসিক এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নিয়ে আসে।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে শহরের রেললাইন এলাকার ঝাউবন সংলগ্ন কচুরিপানাবর্তী একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

অপহরণকারীদের স্বীকারোক্তির আলোকে ফেনীর পুলিশ সুপার মো.হাবিবুর রহমান গণমাধ্যমকে আরও জানান,মুক্তিপণ না পেয়ে তারা তিনজন নাশিতকে শ্বাস রোধ করে হত্যার পর তার সঙ্গে থাকা স্কুল  ব্যাগে রেললাইন থেকে পাথরবর্তী করে সেটি শিশুটির কাঁধে চাপিয়ে ওই ডোবায় পেলে দেয়।

পুলিশ সেখান থেকে পাথরবর্তী ব্যাগটিসহ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

বিআরইউ