পোরশায় সরকারিভাবে ৬০০ টাকায় গরুর মাংস বিক্রি

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৪, ১১:৫৬ এএম
পোরশায় সরকারিভাবে ৬০০ টাকায় গরুর মাংস বিক্রি

নওগাঁর পোরশা উপজেলায় ন্যায্য মূল্যের দোকানে ৬০০ টাকা কেজি গরুর মাংস বিক্রি শুরু করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে পোরশা উপজেলা পরিষদ পাশেই জামতলা হোটেলের সামনে ন্যায্য মূল্যের মাংসের দোকান উদ্বোধন করেছেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফ আদনান।

নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আদনান জানান, বাজারে গরুর মাংস ৭০০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। সমাজের গরিব মানুষের ইচ্ছা থাকলেও মাংস কিনে খেতে পাচ্ছে না।

বিষয়টি বিবেচনা করে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জেলা প্রশাসক মহোদয় এর নির্দেশে ন্যায্য মূল্যে গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে ২৫০ গ্রাম থেকে শুরু করে সর্বোচ্চ এক কেজি পর্যন্ত মাংস কিনতে পারবেন একজন ক্রেতা। সাধারণ মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী এখান থেকে মাংস কিনে খেতে পারবেন।
পরে সুযোগ হলে গরুর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করা যেতে পারে। কসাইদের উদ্বুদ্ধ করণের লক্ষ্যে এখানে ন্যায্য মূল্যে দোকানে গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হুমায়ূন কবিরসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং স্থানীয় জনগণ।

বিআরইউ