‘সেবার তাগিদে গড়ি মৈত্রীর বন্ধন সন্ধানপুর ইউনিয়ন স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নে আমুয়াবাইদ ১৬তম বার্ষিক বৃত্তি প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধানপুর ইউনিয়ন স্টুডেন্টস ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সন্ধানপুর ইউনিয়ন স্টুডেন্টস ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জাসা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও ঘাটাইল উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার।
প্রধান পৃষ্ঠপোষক ছিলেন আবুধাবির ওয়াটার এন্ড ইলেক্ট্রিসিটির চিফ ইঞ্জিনিয়ার মো. আব্দুল লতিফ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, অগ্রণী ব্যাংক সাধারণ অফিসার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. বায়েজিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান খান পালন, সংগ্রামপুর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মির্জা রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সন্ধানপুর ইউনিয়ন স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সুমন।
ঘাটাইল, মধুপুর, ধনবাড়ী, গোপালপুর ও কালিহাতী উপজেলার চতুর্থ শ্রেণি থেকে অষ্টম শ্রেণীর প্রায় ৭ শতাধিক ছাত্র-ছাত্র বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
ইএইচ