পটুয়াখালীর মির্জাগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাগঞ্জ উপজেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
চতুর্থবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাগঞ্জ উপজেলা আমির হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মাওলানা মো. সিরাজুল হক ও সেক্রেটারি মাওলানা মো. শাহজাহান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাগঞ্জ উপজেলা শাখার অফিস কার্যালয়ে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন এ কমিটি গঠন ও শপথ পাঠ করানো হয়।
এ সময় জেলা ও উপজেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটির উপজেলা আমির বলেন, গত ১৭ বছরে আমি জেল-জুলমসহ নানা নির্যাতিত হয়েছি। একসাথে নেতাকর্মীদের নিয়ে বসতেও পারি নাই। চতুর্থবারের মতো উপজেলা আমির নির্বাচিত হওয়ায় আল্লাহ রব্বুল আলামীন এই দায়িত্ব পালন করার তাওফিক দান করুন।
ইএইচ