মির্জাগঞ্জে উপজেলা জামায়াতের কমিটি গঠন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৪, ০৬:১৩ পিএম
মির্জাগঞ্জে উপজেলা জামায়াতের কমিটি গঠন

পটুয়াখালীর মির্জাগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাগঞ্জ উপজেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

চতুর্থবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাগঞ্জ উপজেলা আমির হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মাওলানা মো. সিরাজুল হক ও সেক্রেটারি মাওলানা মো. শাহজাহান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাগঞ্জ উপজেলা শাখার অফিস কার্যালয়ে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন এ কমিটি গঠন ও শপথ পাঠ করানো হয়।

এ সময় জেলা ও উপজেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কমিটির উপজেলা আমির বলেন, গত ১৭ বছরে আমি জেল-জুলমসহ নানা নির্যাতিত হয়েছি। একসাথে নেতাকর্মীদের নিয়ে বসতেও পারি নাই। চতুর্থবারের মতো উপজেলা আমির নির্বাচিত হওয়ায় আল্লাহ রব্বুল আলামীন এই দায়িত্ব পালন করার তাওফিক দান করুন।

ইএইচ