পিরোজপুরে মসজিদে পুলিশের অপরাধ প্রতিরোধমূলক সভা

পিরোজপুর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৪, ০৬:৩৮ পিএম
পিরোজপুরে মসজিদে পুলিশের অপরাধ প্রতিরোধমূলক সভা

পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জেলার প্রতিটি গ্রামকে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, টেন্ডারবাজি, কিশোরগ্যাং, অনলাইন জুয়া, সংখ্যালঘু নির্যাতন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধে এলাকাবাসীর সহায়তা কমনা করে জেলার ৪১১টি মসজিদে একটি লিখিত বার্তা পাঠিয়েছেন।

প্রতিটি মসজিদে পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে জুম্মার বয়ানে মুসল্লিদের নিকট এ বার্তা প্রেরণ করেন।

পুলিশ সুপার শহরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন মসজিদে জুম্মার বৈঠকে উপস্থিত হয়ে অপরাধ প্রতিরোধমূলক সভায় এলাকাবাসীদের নিকট তার বার্তা প্রেরণ করেন।

বার্তায় পুলিশ সুপার মুসল্লিদের সালাম ও শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই মূলমন্ত্রকে কাজে লাগিয়ে পিরোজপুরের ১২ লক্ষ নাগরিকের জন্য জেলাকে একটি নিরাপদ জেলা হিসাবে গড়ে তোলা হবে। পিরোজপুরের প্রতিটি গ্রামকে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, টেন্ডারবাজি, কিশোরগ্যাং, অনলাইন জুয়া, সংখ্যালঘু নির্যাতন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ যে কোনো ধরনের অপরাধ হতে মুক্ত রাখতে তিনি জেলাবাসীর ঐকান্তিক সাহায্য কামনা করেন এবং পুলিশকে অপরাধ সংক্রান্ত তথ্য ও অপরাধীদের আইনের হাতে তুলে দেওয়ার অনুরোধ করেন।’

পুলিশের নম্বর সম্বলিত লিফলেটও বিতরণ করা হয় প্রতিটি মসজিদে। সদরের ৫৭টি, ইন্দুরকানীর ৫৫টি, নাজিরপুরের ২৭টি, কাউখালীর ৪৮টি, নেছারাবাদের ৭১টি, ভান্ডারিয়ার ৫৩টি এবং মঠবাড়িয়ার ১০০টি মসজিদে আজকে অপরাধ প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবারে পিরোজপুরের ৫০৩টি মসজিদে অপরাধ প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

পর্যায়ক্রমে পিরোজপুরের ২২৪১টি মসজিদে জুম্মার সময় অপরাধ প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত হবে এবং পুলিশ সুপারসহ পুলিশ অফিসারদের নাম মোবাইল নম্বর টাঙানো থাকবে।

ইএইচ