নাগরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০১:৫২ পিএম
নাগরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

যথাযথ মর্যাদায় জাতির সূর্য সন্তান শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ করে টাঙ্গাইলের নাগরপুরে পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মারক ৭১ প্রাঙ্গণে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে, নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী এলজিইডি মো. বখতিয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আঃ মমিন, ডিজিএম নাগরপুর জোনাল অফিস মো. মেজবাহুল হক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের পরে, বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও শহিদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

বিআরইউ