নাটোরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার দুপুর ১২টার দিকে নাটোর প্রেসক্লাবের হলরুমে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় নাটোর প্রেসক্লাবের সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থার নাটোর প্রতিনিধি ফারাজি আহম্মদ রফিক বাবনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাটোর নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মাসুদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী, জেলা তথ্য অফিসার মো. আব্দুল আওয়াল সহ নাটোর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দৈনিক যুগান্তরের নাটোর প্রতিনিধি শহিদুল হক সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন যমুনা টিভির নাটোর সিনিয়র করেসপন্ডেন্ট নাজমুল হাসান।
ইএইচ