মাটিরাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০৪:১২ পিএম
মাটিরাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সেমিনার কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

এ সময় মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত মো. শরীফ, মাটিরাঙ্গা উপজেলা আইসিটি অফিসার রাজীব রায় চৌধুরী, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা বন বিভাগের ফরেষ্টার মো. তৌহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র লাল ত্রিপুরা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান ভূইয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ইএইচ