চাঁদার দাবিতে ঠিকাদারের এস্কেভেটর পুড়িয়ে দেয়ার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন

ফেনী জেলা প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০৪:৫৮ পিএম
চাঁদার দাবিতে ঠিকাদারের এস্কেভেটর পুড়িয়ে দেয়ার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন

ফেনীতে চাঁদার দাবিতে ঠিকাদারের এস্কেভেটর সহ মালামাল পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে শতশত নারী পুরুষ রাস্তায় মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) জেলার সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নস্থ  গুদাম বাজার নামক স্থানে প্রায় পোয়া কিঃমিঃ লম্বা সারিতে রাস্তার দুই পাশে ব্যানার ফেস্টুন নিয়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয়
ক্ষুব্ধ নারী পুরুষ ক্ষোভ প্রদর্শন করেন।

প্রসঙ্গত, ঠিকাদারি প্রতিষ্ঠান রানা মটোরস এর স্বত্বাধিকারী আমজাদ হোসেন রানা ফাজিলপুর ভূঁইয়ারহাট সড়ক উন্নয়নের কাজ করাতে গেলে একটি রাজনৈতিক দলের কতিপয় চিহ্নিত চাঁদাবাজ তাকে চাঁদার জন্য হুমকি ধামকি দিয়ে যাচ্ছিলেন।

শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়ে কয়েক দিন আগে জাপান থেকে সদ্য ৭০লাখ টাকা ব্যয়ে আনা এস্কেভেটর সহ তাঁর সকল মালামাল পুড়িয়ে দেয়।

এই ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়ের পর পুলিশ কয়েকজনকে গ্ৰেফতার করেছে এলাকাবাসীর দাবি এ যেন আগস্ট বিপ্লবের পর থেকে ফেনী জেলায় চাঁদাবাজি, দখলবাজীর মহোৎসব শুরু হয়েছে।

বিআরইউ