নাসিরনগরে যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০৫:৩৩ পিএম
নাসিরনগরে যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল ও বোমা বিস্ফোরণ মামলায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সদর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আনোয়ার ওরফে আয়না গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১১টায় নাসিরনগর থানা পুলিশের অভিযানে উপজেলার সদর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির নামে ভাঙচুর অগ্নিসংযোগ, ককটেল ও বোমা বিস্ফোরণ আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, যথাযথ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ