টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নবগঠিত গোবিন্দাসী ইউনিয়ন গণঅধিকার পরিষদের পরিচিত সভা ও অফিস উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে গণঅধিকার পরিষদ গোবিন্দাসী শাখার উদ্যোগে গোবিন্দাসী ইউনিয়ন গণঅধিকার পরিষদ কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নবগঠিত গোবিন্দাসী ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. শাকিল উজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদ টাঙ্গাইল জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক রুবেল খান, সাবেক যুগ্ম সদস্য সচিব শামীমুর রহমান সাগর, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান, সাবেক অর্থ সম্পাদক ওমর ফারুক, ভূঞাপুর উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহ আলম শিকদার, ভূঞাপুর উপজেলার আহ্বায়ক জাহিদুল ইসলাম তরুণ।
আলোচনা সভা শেষে গোবিন্দাসী ইউনিয়ন গণঅধিকার পরিষদের অফিস উদ্বোধন করা হয়।
বিআরইউ