পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদকে প্রতারণার মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়।
এর আগে শুক্রবার রাতে ভাঙ্গুড়া থানা-পুলিশ পৌরশহরের চৌবাড়িয়া হারোপাড়ার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামি সুলতানকে আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে প্রেরণ করা হয়েছে।
ইএইচ