ধামরাইয়ে শীতার্তদের মাঝে উদ্যোক্তা গ্রুপের শীতবস্ত্র বিতরণ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০৬:১৬ পিএম
ধামরাইয়ে শীতার্তদের মাঝে উদ্যোক্তা গ্রুপের শীতবস্ত্র বিতরণ

ঢাকার ধামরাইয়ে অসহায় গরিব শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন উদ্যোক্তা গ্রুপের পরিচালক মো. আলী রাজ।

শনিবার বিকালে ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের শোলধন মাদরাসা মাঠে এ কম্বল বিতরণ করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও উদ্যোক্তা গ্রুপের পরিচালক মো. আলী রাজ।

উদ্যোক্তা গ্রুপের পরিচালক মো. আলী রাজ বলেন, শীতে মানুষ অনেক কষ্ট করছে। সমাজে নিম্নশ্রেণির মানুষেরা শীতবস্ত্র কিনতে পারছে না। তাই আমাদের উদ্যোক্তা গ্রুপের পক্ষ থেকে সমাজের অসহায় হতদরিদ্র মানুষজনকে কম্বল পৌঁছে দিচ্ছি। বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় আমাদের এই কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকবে। এতে কিছুটা হলেও শীতের কষ্ট দূর হবে।

কম্বল বিতরণে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ লেভিন, উদ্যোক্তা গ্রুপের মো. জাফর সরদার, মোহাম্মদপুর থানা আওতাধীন ২৯নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হাসানসহ আরও অনেকে।

ইএইচ