ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে আয়োজিত সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী।
সভায় আরও বক্তব্য দেন, অতিরিক্ত ডিআইজি শরিফুর রহমান, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. শামসুদ্দিন।
আলোচনা সভায় বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, ছাত্র, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ নগরবাসী উপস্থিত ছিলেন।
ইএইচ