‘এদেশের মানুষ ভালো নাই, তারা নির্বাচন চায়’

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০৮:৫২ পিএম
‘এদেশের মানুষ ভালো নাই, তারা নির্বাচন চায়’

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী বাজার সংলগ্ন ক্লাব মাঠে ১৬ দলীয় কোকো স্মৃতি হাডুডু টুর্নামেন্টর চূড়ান্ত পর্বের খেলার উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার বিকাল ৪টায় নলদী বাজার সংলগ্ন ক্লাব মাঠে নলদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে ও রিয়াজুল ইসলাম টিংকুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনপিপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা কাজী শওকত আলী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান জামান, এনপিপির নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম, নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, লক্ষ্মীপাশা ইউনিয়ন এনপিপির সভাপতি জহির ফকির, এনপিপি নেতা মোল্যা বদিয়ার রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, এ দেশের সাধারণ মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। বাজারে দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দিশেহারা মানুষ। সাধারণ মানুষ এদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়।

অন্তর্বর্তীকালীন সরকারের নিকট তিনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

পরে অতিথিরা নলদী বাজার সংলগ্ন ক্লাব মাঠে ১৬ দলীয় কোকো স্মৃতি হাডুডু টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলার উদ্বোধন করেন।

এ সময় হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

ইএইচ