গভীর রাতে রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও শামীমা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ১০:৫২ এএম
গভীর রাতে রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও শামীমা

জয়পুরহাটের কালাইয়ে জেঁকে বসেছে শীত। শীত নিবারণের জন্য রাতের আঁধারে পথে ঘুরে ঘুরে ছিন্নমূল দরিদ্র মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন কালাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান।

শনিবার দিবাগত গভীর রাতে কালাই উপজেলার বাসস্ট্যান্ড ও পাঁচশিরা বাজার এলাকায় প্রায় অর্ধ ৩৫টি শীতবস্ত্র (কম্বল) সুবিধাবঞ্চিত অসহায় ব্যক্তিদের গায়ে জড়িয়ে দেন তিনি।

সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন কালাই উপজেলার অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ। গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকায় গভীর রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

কনকনে শীতের মধ্যে হঠাৎ যখন উপজেলা নির্বাহী অফিসার  শামীমা আক্তার জাহান‍‍` এর হাতে শীতবস্ত্র (কম্বল) দেখে ছিন্নমূল দুঃস্থ, অসহায় মানুষেরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।

পাঁচশিরা বাজারে পিঠা বিক্রেতা অসহায় এক নারী বলেন, কয়েকদিন ধরে শীত পড়ছে। আমি রাতে পিঠা বেচি। আগুনের কাছে থাকলেও শীত কমে না। অনেক শীত করে। কম্বল পেয়ে আমার খুব ভালো লাগছে।

কালাই উপজেলা নির্বাহী অফিসার মোছা. শামীমা আক্তার জাহান বলেন, শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষদের অনেক কষ্ট হয়। তাদের অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। এই শীতে কোনো অসহায় পরিবার যেন কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে শীতবস্ত্র (কম্বল) নিয়ে তাঁদের পাশে  দাঁড়িয়েছি।  প্রকৃত ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে বিতরণের লক্ষ্যে রাতের অন্ধকারে বের হয়েছিলাম। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

এ সময় কালাই উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইএইচ