নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সভা অনুষ্ঠিত

নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০১:২৫ পিএম
নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সভা অনুষ্ঠিত

সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির মাধ্যমে দলকে তৃণমূল পর্যায়ে আরও বেশি সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে নেত্রকোণায় বিএনপির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে নেত্রকোণা জেলা বিএনপি এ সাধারণ সভার আয়োজন করে।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, অ্যাডভোকেট আমিনুল হক খান মুকুল, যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুল রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদুসহ ১০ উপজেলা ও ৫ পৌর ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক এবং সদস্য সচিববৃন্দ।

সভায় বক্তারা, বিগত সরকারের শাসনামলে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তাদের অবর্ণনীয় দুর্ভোগ, দুঃখ কষ্টের কথা তুলে ধরে দলের নির্যাতিত, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যাতে যথাযথ মূল্যায়ন করা হয় এবং প্রতিটি ইউনিটের সম্মেলনে সরাসরি কাউন্সিলরদের ভোটে যোগ্য নেতৃবৃন্দকে নির্বাচিত করা হয় তার উপর গুরুত্বারোপ করা হয়।

ইএইচ