ড. ফরিদুল ইসলাম

রাষ্ট্রকে সংস্কার করে সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেবে বিএনপি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০২:২৭ পিএম
রাষ্ট্রকে সংস্কার করে সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেবে বিএনপি

বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, অন্তবর্বর্তী সরকার নতুন করে রাষ্ট্র গঠনে যে সংস্কার উদ্যোগ নিয়েছেন তার রূপরেখা দুই বছর আগেই তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন। সুতরাং তারেক রহমান ঘোষিত এই ৩১ দফা কাজে লাগালেই দ্রুত নতুন রাষ্ট্র গঠন করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন

বলেছেন, বিএনপির প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে। সুতরাং আমাদেরকে সেই বিশ্বাস ও আস্থা ধরে রাখতে মিলেমিশে কাজ করতে হবে। তবে বিএনপির নাম ভাঙ্গিয়ে কাউকে কোন ধরনের দুর্বৃত্তায়ন করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। জনকল্যাণে তারেক রহমানের সকল নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে।

শনিবার বিকাল ৪টায় উপজেলার শরাফপুর কারামতিয়া ফাজিল মাদরাসা মাঠে জনসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর যে অন্যায় অত্যাচার করেছে তারই প্রতিশোধ নিতে হলে ফ্যাসিবাদ আওয়ামী লীগের সাথে আমাদের বিভেদ থাকলো না। যে কারণে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না বরং জনকল্যাণমুখী নিঃস্বার্থ কাজ করে। রাষ্ট্রকে সংস্কার করে সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে এটাই বিএনপির মূল উদ্দেশ্য ও দায়িত্ব। আমাদের মনে রাখতে হবে, দুর্নীতি একটি গর্হিত অপরাধ এটা থেকে আমাদের দূরে থাকতে  হবে।

বাইনতলা ইউনিয়ন বিএনপি নেতা মীনা তালুকদারের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফকির শাহাদাৎ হোসেন, যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বাবু, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ।

ইএইচ