দিনাজপুরের আনসার-ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০২:৫২ পিএম
দিনাজপুরের আনসার-ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের মাঠে দিনাজপুর জেলার ১৩ উপজেলার ২০০ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

শীতবস্ত্র বিতরণ শেষে আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তরুণ প্রজন্ম ও যুবকেরা বাংলাদেশের একটি নতুন অধ্যায় সৃষ্টি করেছে। এ জন্য আমাদের তরুণ ও যুবকদের সমন্বয়ে আনসার ও ভিডিপি আগামী কার্যক্রমে একটি মাইল ফলক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমি আশাবাদী। আনসার ও ভিডিপির যুবক সদস্যদের নিয়ে আমাদের ব্যাপক কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এ সকল কার্যক্রম বাস্তবায়িত করতে যুবক আনসার ও ভিডিপি সদস্যদের কাছ থেকে সার্বিক সহযোগিতা প্রয়োজন, এজন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি যুবকদের অস্ত্রের প্রশিক্ষণের পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ এবং অন্যান্য প্রশিক্ষণগুলো মনোযোগ দিয়ে শিখতে হবে এবং দক্ষতা বৃদ্ধি করতে হবে। এই দক্ষতা বৃদ্ধির ফলে প্রতিটি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিজেদের চৌকস সদস্য হিসেবে সমাজে উপস্থাপন করবে, আমরা আপনাদের কাছ থেকে এই প্রত্যাশা করছি।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের পরিচালক আব্দুস সামাদ, দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মো. নূরুজ্জামান, নীলফামারী  জেলা কমান্ড্যান্ট মাজহারুল ইসলাম ভুঁইয়া, উপ-পরিচালক সমন্বয় নাজমুস সালেহীন নূর, দিনাজপুর সদর উপজেলা অফিসার মো. আব্দুর রউফ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা উপজেলা প্রশিক্ষকসহ আনসার ও ভিডিপি সদস্যরা।

ইএইচ