বগুড়ার ধুনটে বিএনপি নেতার দায়ের করা গাড়ি ভাঙচুর মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।
রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার চিকাশী ইউনিয়নের আকবর আলী মণ্ডলের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেফ বাদশা ও বাকশাপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম।
এর আগে গত শুক্রবার বিকেলে আলেফ বাদশা এবং রাতে রফিকুল ইসলামকে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ২ জন আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
ইএইচ