কুমিল্লায় বিজয় মেলার উদ্বোধন

কুমিল্লা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০৫:৪৭ পিএম
কুমিল্লায় বিজয় মেলার উদ্বোধন

কুমিল্লায় চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্য সমারোহে দুই দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে নগরীর টাউনহল মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা, মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবুসহ বৈষম্যবিরোধী ছাত্র, রাজনৈতিক সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী বিভিন্ন দলের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ স্বাধীন হলেও পরাধীনতার শেকল থেকে মুক্ত করছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। এ ধারা যাতে অব্যাহত থাকে সেদিকে খেয়াল রাখার তাগিদ ছিল বক্তাদের মুখে।

মেলায় তরুণ উদ্যোক্তাদের নিয়ে চারু, কারু ও জেলার তৈরি বিভিন্ন পণ্যের বিভিন্ন স্টল ঘুরে দেখেন আগত অতিথিরা। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

ইএইচ