মাটিরাঙ্গায় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ১২:১১ পিএম
মাটিরাঙ্গায় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

যথাযোগ্য মর্যাদায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মাটিরাঙ্গার সসর্বস্তরের জনগণ।

দিবসের শুরুতেই ৩১ বার তোপধ্বনি প্রদান করে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল।

সোমবার ভোরে কুয়াশা ভেদ করে উপজেলা পরিষদের বিভাগীয় প্রধানদের সাথে নিয়ে ‘স্বাধীনতা সোপানে’ মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এরপর উপজেলা পরিষদে বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

এ সময় বীর মুক্তিযোদ্ধাদের সাথে মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ৭১’র রণাঙ্গনে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

তারপর পদস্থ অফিসারদের সাথে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাটিরাঙা সার্কেল) আবু ছালেহ মো. জাফর ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক।

এদিকে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে মাটিরাঙ্গা পৌরসভা, উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ বিএনপির অঙ্গসংগঠন, মাটিরাঙ্গা প্রেস ক্লাব, প্রধান শিক্ষক সমিতি, সামাজিক সংগঠন বন্ধু জুনিয়র, যুব রেডক্রিসেন্ট ইউনিট ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।

এছাড়াও মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে স্বাধীনতা সোপানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য স্বাধীনতা সোপান উন্মুক্ত করে দেয়া হয়।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয়মেলা উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

পরে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে দুপুরের দিকে জাতির শ্রেষ্ট্রসন্তান বীর মুক্তিযোদ্ধাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

ইএইচ