যথাযোগ্য মর্যাদায় খাগড়াছড়িতে বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলার সর্বস্তরের জনগণ।
দিবসের শুরুতেই ৩১ বার তোপধ্বনি প্রদান করে জেলা পুলিশের একটি চৌকস দল।
সোমবার ভোরে চেঙ্গী স্কয়ার সংলগ্ন স্মৃতিসৌধে প্রথমে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুল দেয়া হয়।
এরপর খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ মো. আরেফিন জুয়েল ও খাগড়াছড়ি প্রেসক্লাব, বিভিন্ন সরকারি দপ্তর, বিএনপি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতি সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়াও সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, টাউন হলের সামনে বিজয় মেলার উদ্বোধন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাসপাতাল, এতিমখানায় ও শিশু পরিবারে বিশেষ খাবার পরিবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইএইচ