ভোলা-২ আসনের (বোরহানউদ্দিন-দৌলতখান) সাবেক সাংসদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের উদ্যোগে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন তার সহধর্মিণী ও বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা।
মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয়তাবাদী যুবদল বোরহানউদ্দিন উপজেলা শাখার আয়োজনে উপজেলার হাসাননগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বড়গুচ্ছ গ্রামে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ সাইদুর রহমান শাহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদল হাসাননগর ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম চৌধুরী, সাবেক সভাপতি আজাদ ভুইয়া, হাসানগর ইউনিয়ন যুবদল সভাপতি নুরউদ্দিন চৌধুরীসহ হাসাননগর ইউনিয়ন ও নেতৃবৃন্দ।
ইএইচ