জোড় ইজতেমার জন্য টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ বুঝিয়ে দেওয়ার দাবিতে জুবায়েরপন্থি অনুসারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুরে (পল্লী বিদ্যুৎ এলাকায়) মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। অবরোধে সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা মুসুল্লিরা সড়ক অবরোধ করে রাখে।
অবরোধকারী মুসুল্লিরা জানান, টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে জুবায়ের পন্থি মুসুল্লিরা ভোররাত ৩টা থেকে মাঠ দখলের জন্য সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের হামলায় আমাদের দুই সাথী ভাই শহিদ হয়। সাদ পন্থিদের কাছ থেকে আমাদেরকে (জুবায়ের পন্থি) মাঠ উদ্ধার করে জোড় ইজতেমার জন্য বুঝিয়ে দিতে হবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জয়নাল আবেদীন মন্ডল বলেন, সকাল ইজতেমা ময়দানে সংঘর্ষে হতাহতের ঘটনায় জুবায়ের পন্থি মুসুল্লিরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। যারা বিশৃঙ্খলা এবং হত্যার সাথে জড়িত তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়ে দুপুর ১২ টায় মুসুল্লিরা মহাসড়ক থেকে সরে যায়।
বিআরইউ