নাচোলে বিজয় দিবসের ছবি ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ০৪:৪৫ পিএম
নাচোলে বিজয় দিবসের ছবি ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিজয় দিবসের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে দুই কিশোর দলের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ২কিশোর নিহত ও ৪ জন আহত হয়েছে। 

নিহতরা হলেন— উপজেলার ফতেপুর ইউপির খোলসী গ্রামের মৃত এজাবুলের ছেলে মাসুদ(১৭) ও চাঁদপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে রায়হান(১৬)। 
আহতদের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে উপজেলার মল্লিকপুর বাজারে বিজয় দিবসের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে দুই কিশোর দলের মধ্যে অনুষ্ঠানের ছবি ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এসময় অতিথিরা ও স্থানীয় লোকজন তাদের থামিয়ে অনুষ্ঠান থেকে বের করে দেয়। কিশোরদল অনুষ্ঠান থেকে বের হয়ে যাওয়ার পর পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

গুরুতর আহত মাসুদ ও রায়হানকে তাদের স্বজনরা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহাদ আকিদ রেহমান জানান, আমাদের কাছে আসার পূর্বেই মাসুদ ও রায়হানের মৃত্যু হয়েছে বলে জানান।  বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি জানান, তাদের শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত দুই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটকে করে অভিযান অব্যাহত আছে।

বিআরইউ