রাজধানী ঢাকার উপকন্ঠ পূর্বাচল উপশহরের ৩০০ ফিট সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রউফ ও শিপন নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার দুপুরে পূর্বাচলের ৩ নং সেক্টর ভূইয়া বাড়ি ব্রিজে এ ঘটনা ঘটে।তাৎক্ষণিক নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তারা যমুনা ফিউচার পার্কের মোবাইল ব্যবসায়ী।
নিহতদের বন্ধু রাকিব জানান, তাদের যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকান রয়েছে। বুধবার মার্কেট বন্ধ থাকায় তারা ১২ জন মোবাইল ব্যবসায়ী মিলে ৬ টি মোটরসাইকেলে করে ঢাকা থেকে ৩শ ফিট সড়ক হয়ে চাঁদপুরের দিকে যাচ্ছিল।
এসময় তারা পূর্বাচল ৩ং সেক্টরের ভুইয়া বাড়ি ব্রিজে আসলে রউফ ও শিপনের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙের সঙ্গে ধাক্কা লাগে। পরে ঘটনাস্থলেই তারা নিহত হয়।
বিআরইউ